আজ মঙ্গলবার, ২৫শে চৈত্র ১৪৩১, ৮ই এপ্রিল ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে  আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেছে। 

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক এর কার্য্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। 

পরে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। 

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুব উল ইসলাম এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।

সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক  কার্তিক চন্দ্র দেবনাথসহ অন্যরা।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ