আজ শুক্রবার, ১২ই পৌষ ১৪৩১, ২৭শে ডিসেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে জিয়াউর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানকে বাদ দিয়ে অভিযোগ পত্র দাখিলের প্রতিবাদে মানববন্ধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়নপুর এলাকায় সংগঠিত জিয়াউর রহমান হত্যা মামলার অভিয়োগ পত্র  থেকে মামলার ১ নং আসামী সাময়িক বরখাস্ত ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপুসহ প্রভাবশালীদের বাদ দেওয়ার অভিযোগ করেছেন মামলার বাদি মিলিয়ারা  বেগম। আলোচিত এ হত্যা মামলা  থেকে মূল অভিযুক্তদের বাদ  দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। 

তিনি বলেন,সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা জেলা  গোয়েন্দা পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম আদালতে অভিযোগ পত্র জমা  দেন।  সেখানে মামলার এক নং আসামী চরবাগডাঙ্গা ইউনিয়নের সাময়িক বরখাস্তকৃত  চেয়ারম্যান শাহীদ রানা টিপু ও তারই অন্যতম সহযোগী মামলার অন্যতম আসামী আজিজুল ইসলামকে অভিযোগ পত্র  থেকে বাদ দিয়েছে। 

সদর উপজেলাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে আরো বক্তব্য দেন বিউটি আকতার, সুলেখা  বেগম, সুফিয়া  বেগমসহ অনান্যরা। এ বছরের ২৩ এপ্রিল মাটি কাটাকে  কেন্দ্রকরে চন্দ্রনারায়নপুর এলাকায় দুটি গ্রæপের মধ্যে  বোমাবাজির ঘটনা ঘটে। এ সময়  বোমার আঘাতে মৃত্যু হয় জিয়াউর রহমানের। পরে জিয়াউর রহমানের স্ত্রী মিলিয়ারা  বেগম ইউপি  চেয়ারম্যান শাহীদ রানা টিপুসহ ৪৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

এদিকে সাবেক যুবলীগ  নেতা খাইরুল ইসলাম জেম ও জিয়াউর হত্যা মামলার আসামী হওয়া ও আদালতে বিচারাধীন থাকায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে গত ৭  সেপ্টেম্বর তার পদ  থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ