চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে, ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতা ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা
- ৮ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮:৪৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি । সবার সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিবাহ ও ডেঙ্গু রোধ করা সম্ভব। সেই সাথে মাধ্যমিক বিদ্যালয় গুলোতে কিশোর কিশোরীদের নিয়ে সচেতনতা মূলক বিভিন্ন প্রোগ্ৰাম করে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। সেই সাথে প্রতিটি পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে এতে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, জেলা মডেল মসজিদের ইমাম মোক্তার হোসেন, শিবতলা মন্দিরের অজিত কুমার, রহনপুর নওদা মিশনের ফাদার বার্নাড, চাঁপাইনবাবগঞ্জ সদর ক্যাপিষ্ট চার্চের বীথিকা বাড়ৈ।
০ টি মন্তব্য