আজ মঙ্গলবার, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১, ২১শে মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

মেহেদি হাসান

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি-এই প্রতিপাদ্যে  জেলা পুলিশের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪  নভেম্বর) সকাল ১০ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,  নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী, সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দুররুল হোদা।   সূচনা বক্তব্য দেন, সদর থানার ওসি সাজ্জাদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবুল কালাম সাহিদ। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ