আজ শনিবার, ১৩ই পৌষ ১৪৩২, ২৭শে ডিসেম্বর ২০২৫

অন্ধ কল্যাণ সমিতির রজতজয়ন্তী উদযাপন

মেহেদি হাসান

বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার রজতজয়ন্তী উৎসব  উদযাপন  হয়েছে।  শনিবার শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানান আয়োজনে এই রজতজয়ন্তী  উদযাপন  করা হয়। 

সকাল ১০টায় জেলাশহরের বালিগ্রামে সমিতির কার্যালয় চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও সমিতির পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন উড্ডয়ন করা হয়। 

পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি সমিতি চত্বর থেকে শুরু হয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শান্তিমোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

সমিতির জেলা শাখার চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি মো. লতিফুর রহমান, সমিতির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সাদিকুল ইসলাম,  উদযাপন  কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মুকুল। সূচনা বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ