আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩২, ২২শে নভেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে কৃষি ভিত্তিক ইপিজেড গড়ে তোলা হবে - মো. নূরুল ইসলাম বুলবুল

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামী মানুষের কল্যাণের রাজনীতি করে, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। আগামীতে চাঁপাইনবাবগঞ্জবাসী সুযোগ দিলে মানুষের কল্যাণে ও দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে ‘‘কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জে কৃষি ভিত্তিক ইপিজেড গেড়ে তোলা হবে’’। চাঁপাইনবাবগঞ্জে একটি মেডিকেল কলেজ হাসপাতাল-বিমানবন্দর এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে পদক্ষেপ গ্রহন করা হবে। 

শনিবার (২২ নভেম্বর) নবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমরা চাই সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে তরুণ এবং যুবকেরা বেরিয়ে আসুক। আমরা চাই তরুণ প্রজন্ম গড়ে উঠুক সৎ, আদর্শিক ও মানবিক মূল্যবোধের অধিকারী। আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে যেখানে একজন নারী তার প্রয়োজনে হাঁটে-বাজারে কিংবা কর্মক্ষেত্রে নিরাপদে যাবে আবার নিরাপদে বাসায় ফিরে আসবে। বেকারত্ব দূরীকরণে জামায়াতে ইসলামী সর্বাধিক গুরুত্বারোপ করবে। আমরা চাই এমন এক সমাজ যেখানে অর্থের অভাবে নিজের স্বপ্নকে শেষ করে দিতে হবে না যুবকদের। কোন পরিবারের লালিত স্বপ্নগুলো ঝড়ে পরবে না। জেলার প্রতিটি প্রান্তরে তৃণমূলের রাস্তা অলিগলি চলাফেরা করার উপযোগী হয়ে ওঠুক। আমাদের অবকাঠামোগুলো গড়ে উঠুক। আমরা চাই, চাঁপাইানবাবগঞ্জ একটি নিরাপদ নগরী হয়ে উঠুক। যেখানে ব্যবসায়ীরা নিরাপদে বাসা ফিরবে, মা-বোনেরা নিরাপদে রাস্তায় চলাফেরা করবে। তিনি জানান, আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে যুবকদের দক্ষ করে মানবসম্পদ বানিয়ে নতুন বাংলাদেশ গড়বে। সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমরা নির্বাচিত হলে বেকারত্ব দূর করতে পদক্ষেপ গ্রহণ করবো। যুবকদের হাতে কাজ তুলে দেবো। তারা যেন পরিবারের চালক হয়ে উঠতে পারে।

নূরুল ইসলাম বুলবুল আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জকে বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তোলা হবে। কারো বক্তব্যে বিভ্রান্ত না হয়ে, প্রতারিত না হয়ে, ধোঁকায় না পড়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সচেতনতার ভূমিকা রাখতে তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তিনি বলেন, অতীতে সব দল দেখা শেষ এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ। ভিন্ন ধর্মাবলম্বীদের স্বাধীনতা ও অধিকার রাষ্ট্রীয়ভাবে সুনিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ হবে দলমত, ধর্মবর্ণ জাতি-গোষ্ঠী নির্বিশেষে ঠাকুরগাঁও হবে সকল মানুষের নিরাপদ আশ্রয়স্থল। সবাই মিলে, সকলে মিলে মানবিক বাংলাদেশের; মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলা হবে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ