চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- ২৮শে অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫০:৪০
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ’মি ) মোঃ একরামুল হক নাহিদ, সদর মডেল থানার সেকেন্ড মোঃ রাজুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার বিভিন্ন সমস্যা মাদক চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধে পদক্ষেপ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাÐ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও উন্নয়নমূলক কাজ, নিরাপত্তা, যানজট নিরসন, এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
০ টি মন্তব্য