আজ সোমবার, ২৭শে আশ্বিন ১৪৩২, ১৩ই অক্টোবর ২০২৫

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেওয়ার দাবিতে বিক্ষোভ ও আলোচনা সভা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে নন-এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তকরণ ও এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া,বোনাস,চিকিৎসা,অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি আদায়ের দাবিতে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ১১ অক্টোবর )চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 


বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ও মহিপুর ডিগ্ৰি কলেজের সহকারী অধ্যাপক আবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাজাবাড়ী ডিগ্ৰি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবু বকর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল আলম, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, নামোশংকরবাটি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, নবাবগঞ্জ কামিল মাদ্রাসার মুফাসির আব্দুল মতিন,চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার আলী প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান। 


বক্তরা বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৫০ শতাংশ উৎসব ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে নিয়োজিত থেকে আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য।


‘তা ছাড়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা নেই, আর্থিক নিশ্চয়তা নেই, সামাজিক মর্যাদা নেই, অবসর ও কল্যাণের নিশ্চয়তা নেই। শিক্ষকদের গুণগত মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিকল্প নেই। জাতীয়করণ ত্বরান্বিত করার লক্ষ্যে অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা দিতে হবে। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ