আজ সোমবার, ৩১শে ভাদ্র ১৪৩২, ১৫ই সেপ্টেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের ডিসিকে ধর্ম মন্ত্রণালয়ে পদায়ন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদকে যুগ্মসচিব হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে পদায়ন করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরআগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর মো. আব্দুস সামাদ চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিনি বিসিএস ২৪ ব্যাচের সদস্য। যোগদানের ১১ মাস ২২ দিনের মাথায় আব্দুস সামাদকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের জেলাপ্রশাসক হিসেবে কাউকে নিয়োগ দেয়ার খবর পাওয়া যায়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, কক্সবাজার ও মাদারীপুরের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করে যুগ্মসচিব হিসেবে জাতীয় বেতন কমিশনে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। এখানে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নানকে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে মাদারীপুরে ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে যুগ্মসচিব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদায়ন করা হয়। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ