চাঁপাইনবাবগঞ্জের ৪ শিক্ষার্থী ডাকসু ও হল সংসদ নির্বাচনে নির্বাচিত
- ১০ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৮:৪৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর

মেহেদি হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন। এতথ্য নিশ্চিত করেছেন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ’র সভাপতি মাসুদ রানা। এ নিয়ে তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন নেটিজেনরা।
নির্বাচিত ৪ শিক্ষার্থী হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা কুররাতুল আইন কানিজ। তিনি ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। বিজয় একাত্তর হলের জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন আসিক বিল্লাহ। তিনি ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। ঢাবি’র মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্রীড়া সম্পাদক (অভ্যন্তরীণ) পদে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ও ২০২০-২১ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী তাজকিরুল ইসলাম এবং কবি সুফিয়া কামাল হলের কার্যনির্বাহী সদস্য পদে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার রাজারামপুরের বাসিন্দা ও ২০২৩-২৪ সেশনের মৎসবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা সামিহা মায়িশা নির্বাচিত হয়েছেন।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্রীড়া সম্পাদক (অভ্যন্তরীণ) পদে নির্বাচিত তাজকিরুল ইসলাম বলেন, ‘ডাকসু নির্বাচনে হল সংসদে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছি। এই নির্বাচনে আশেপাশের বন্ধুবান্ধব, শুভাকাক্সক্ষী বাদেও আমার চাঁপাইনবাবগঞ্জের মানুষের সাপোর্ট পেয়েছি। তারা সাহস জুগিয়ে, উৎসাহ দিয়ে পাশে থেকেছেন। অনেক শুভাকাক্সক্ষী পরামর্শ দিয়েছেন। এ জয় আমার একার না, চাঁপাইনবাবগঞ্জের সকল মানুষের। আমি তাদেরই একজন প্রতিনিধি। সবসময় তারা আমার পাশে থাকবে বলে আশা রাখি।’
তিনি বলেন, ক্রীড়া সম্পাদক (অভ্যন্তরীণ) পদে নির্বাচিত হয়েছি। হলের ব্যাডমিন্টন, জিমনেসিয়াম বানানো, খেলাধুলার সরঞ্জামাদি বাড়ানোর জন্য কাজ করার লক্ষ্য নির্ধারণ করেছি। হলে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য-উদ্দেশ্য।
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ’র (গৌড়) সভাপতি মাসুদ রানা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ৪ শিক্ষার্থী ডাকসু ও হল সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জন শুধু আমাদের জেলার নয়, গৌড় পরিবারের জন্যও এক অনন্য সাফল্য। এটি প্রমাণ করে যে গৌড় দায়িত্বশীল নেতৃত্ব, ইতিবাচক পরিবর্তন ও শিক্ষার্থীবান্ধব চিন্তার প্রতীক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের নির্বাচিত সদস্যরা সততা, নিষ্ঠা ও অঙ্গীকারের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে নিরলসভাবে কাজ করবেন।
০ টি মন্তব্য