চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ট্রেনিং অন এমএইচজিএপি ইন্টারভেনশন অনুষ্ঠিত
- ১৪ই জুন ২০২৩ রাত ০৯:১৩:৫৭
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
মানসিক স্বাস্থ্য সেবা জোরদারকরণের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তর এর যৌথ উদ্যোগে পরিচালিত Special Initiative for Mental Health কার্যক্রমের আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১১-১৩ জুন ২০২৩ তিন দিনব্যাপী শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে Training on mhGAP Intervention অনুষ্ঠিত হয়েছে। ট্রেনিং উদ্বোধন করেন জাতীয় মানসিক হাসপাতালের পরিচালক প্রফেসর ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) মহোদয় ডাঃ রাশেদা সুলতানা। ট্রেনিংয়ের সভাপতিত্ব করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ।
এই ট্রেনিংয়ে আরো উপস্থিত ছিলেন জাতীয় মানসিক হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: হেলাল উদ্দিন আহমেদ, ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোসাইন্সের সহযোগী অধ্যাপক ডা: জালাল উদ্দিন আহমেদ, এসিস্ট্যান্ট ডিরেক্টর (এডমিন স্বাস্থ্য) রাজশাহী বিভাগ ডা: শ্যামল কুমার রায়, বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: শাহরিয়ার ফারুক অনিক, টাংগাইলের ডেপুটি সিভিল সার্জন ডা: মারুফ আহমেদ খান, কটিয়াদি, কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুস্তাফিজুর রহমান, ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট ডা: শাহনেওয়াজ পারভেজ, জাতীয় মানসিক হাসপাতালের আইএমও ডা: মাহবুব হাসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেন্টাল হেলথের ন্যাশনাল প্রফেশনাল অফিসার হাসিনা মমতাজ এবং ন্যাশনাল কনসালটেন্ট ডা: ইসাকুল কবির উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হবে।
০ টি মন্তব্য