আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে দু’জনের যাবজ্জীবন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  ১৮৭৮ সালের অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় আলামিন খন্দকার(২৫) ও মজিবুর রহমান ওরফে ধুলা (৪১) নামে দু’জনকে যাবজ্জীবন ও দশ বছর সশ্রম কারাদন্ডের (পৃথক ধারায়) আদেশ দিয়েছে ট্রাইবুনাল। আদেশে উল্লেখ করা হয়, মামলায় একটি ধারায় প্রদত্ত সাজা ভোগের পর অপর সাজা ধারাবাহিকভাবে ভোগ করতে হবে। বুধবার(১৪জুন) বিকেল ৫টায় সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা:আদীব আলী  আসামীদের উপস্থিতিতে  রায় প্রদান করেন। দন্ডিত আলামিন পাবনার ঈশ্বরদীর আথাইল শিমুল গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও মজিবর শিবগঞ্জের আজমতপুর হুদমাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, ২০১৯ সালের ৮অক্টোবর রাত শিবগঞ্জের ধোবড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব।  এসময় ৭টি বিদেশী পিস্তল,৫টি ওয়ানশ্যূটারগান,৪০ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগজিনসহ গ্রেপ্তার হয় আলামিন। এসময় মজিবুর পালিয়ে যায়।এ ব্যাপারে ২০১৯ সালের ৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) ্ইউসুফ আলী ভুইয়া  দু’জনকে আসামী করে শিবগঞ্জ থানায় মামলা করে।মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাব ক্যাম্পের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন ২০২০ সালের ১৫ জানুয়ারী উভয়কে অভিযুক্ত করে  আদালতে অভিযোগপত্র জমা দেন

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ