আজ শনিবার, ১৪ই বৈশাখ ১৪৩১, ২৭শে এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের আতাহার বুলনপুরে বাংলাদেশের সর্বপ্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ২.৩০ মেগাওয়াট। প্রকল্পটির ফলে একই জলাশয় থেকে মিলবে মাছ এবং বিদ্যুৎ। 

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এম,পি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আগামী কয়েক মাস  উক্ত জলাশয়ে মাছের বৃদ্ধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিবেশগত ভারসাম্য অটুট থাকলে পরবর্তীতে দেশের বিভিন্ন জলাধারে আমরা আরো বড় পরিসরে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিবো। 

যুগান্তকারী এই প্রকল্পটির সাথে যুক্ত চাঁপাইনবাবগঞ্জের নবাব মৎস্য প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকবর হোসেন জানান, বাংলাদেশে প্রথম বারের মত ২.৩০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র করতে আমরা জায়গা দিয়েছি। এখনো এটা অপারেশন শুরু হয়নি। তবে আশার কথা জেলার চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডের সাথে বিদ্যুৎ যুক্ত হবে। এটি সরকারি রেটের চেয়ে ইউনিট প্রতি ২ থেকে ৩ টাকা কম পড়বে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ