আজ সোমবার, ১৬ই বৈশাখ ১৪৩১, ২৯শে এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দম্পতির যাবজ্জীবন কারাদন্ড

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায়  স্ত্রী জিন্না খাতুন (৩০) ও স্বামী মো. ফাজেলকে (৩৭) যাবজ্জীবন কারাদন্ডের  আদেশ দিয়েছে আদালত। একই সাথে উভয়কে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ  দেয়া হয়েছে। মঙ্গলবার(২মে) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ আদীব আলী  আসামীদের উপস্থিতিতে   রায়  প্রদান করেন।  আসামীরা চাঁপাইনবাবগঞ্জ শহরের বটতলাহাট জোড়গাছি মহল্লার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পি.পি নাজমুল আজম জানান, ২০২১ সালের ১০ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জোড়গাছি এলাকার বাড়ি থেকে ৮০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় জিন্না। এসময় তার স্বামী ফাজেল পলাতক ছিল। তাকে পরে গ্রেপ্তার করা হয়। এ  ব্যাপারে ওইদিন সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আসাদুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন ২০২২ সালের ২৭ জানুয়ারী উভয়কে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ