বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে ইবিএইউবি উপাচার্যের শুভেচ্ছা
- ১৪ই এপ্রিল ২০২৩ রাত ০১:৪৯:৫১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এবিএম রাশেদুল হাসান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উপাচার্য জানান ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নববর্ষ সবার মাঝে প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সকল ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশ নবউদ্যমে এগিয়ে যাবে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ‘নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই প্রার্থনা করি।’
প্রফেসর ডক্টর এবিএম রাশেদুল হাসান
উপাচার্য
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয বাংলাদেশ ,চাঁপাইনবাবগঞ্জ।
০ টি মন্তব্য