আজ সোমবার, ২৯শে আষাঢ় ১৪৩২, ১৪ই জুলাই ২০২৫

নবাবগঞ্জ সরকারি কলেজের ইফতার ও দোয়া মাহফিল

মেহেদি হাসান

নবাবগঞ্জ সরকারি কলেজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৬ মার্চ) কলেজ মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইফতারের আগে রমজান মাসের গুরুত্ব তুলে ধরেন এবং আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হয়। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিনসহ কলেজের অবসরপ্রাপ্ত ও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ