আজ শনিবার, ৭ই বৈশাখ ১৪৩১, ২০শে এপ্রিল ২০২৪

আদিনা ফজলুল হক সরকারি কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন

মেহেদি হাসান

ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৫ মার্চ দিবস ২০২৩ পালিত হয়।

শনিবার ২৫ মার্চ প্রথমে ছিলো অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ। তারপর শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। 

কলেজ মিলনায়তনে শুরু হয় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। 

অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরুর সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা পর্বে প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবিদ তসলিম উদ্দিন ও আলোচক মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনী কতৃক নির্যাতিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ শাহ আলমসহ শিক্ষক পরিষদের সম্পাদক শফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মোঃ ইমানুল হক, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আসগার হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাকিব আল হাসান নকিব ও সম্পাদক ডলার।

কলেজের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন ও পাকবাহিনী কর্তৃক নির্যাতিত মোহাম্মদ শাহ আলমকে সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ