চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
- ৮ই মার্চ ২০২৩ বিকাল ০৫:০০:২৭
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। সুচনা বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশান ও অর্থ) আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগম, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমা, সাংবাদিক ডাবলু কুমার ঘোষসহ অন্যরা।
কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, এনজিও ও বিভিন্ন নারী সংগঠননের প্রতিনিধিরা অংশ নেন।
০ টি মন্তব্য