আজ বৃহঃস্পতিবার, ১৯শে বৈশাখ ১৪৩১, ২রা মে ২০২৪

নবাবগঞ্জ সরকারি কলেজে বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন : শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে তার অবদান শীর্ষক সেমিনার

মেহেদি হাসান

নবাবগঞ্জ সরকারি কলেজে বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন : শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে তার অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) কলেজ এন এমন খাঁন অডিটোরিয়ামে  রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান   আ. জ ম রুহুল কাদীরের সভাপতিত্বে    অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন  করেন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকার সহযোগী অধ্যাপক ড. ডি এম ফিরোজ। 

সেমিনারে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন নিয়ে আলোকপাত করেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, কলেজের অধ্যক্ষ প্রফেসর  ড. শংকর কুমার কুন্ডু, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও ।

কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেন। সেমিনারে বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন : শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে তার অবদান শীর্ষক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পুরো সেমিনার সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ