ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত নাগরিকদের আত্মার শান্তির কামনায় বিশেষ প্রার্থণা সভা
- ১০ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:০৭:২৬
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত নাগরিকদের আত্মার শান্তির কামনায় বিশেষ প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শ্রীশ্রী রামসীতা মন্দিরে বিশেষ প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থণা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, জেলা সাংগঠনিক সম্পাদক শ্রী মৃনাল কান্তি পাল, জেলা কমিটির সদস্য প্রবীর ঘোষ, বিশিষ্ট সমাজসেবক ছবি রানী সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিব সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চট্টোপধ্যায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী তরুন সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি শ্রী অপূর্ব সাহা, চুনারিপাড়া মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী চন্দন পাল, শ্রী সঞ্জিব চক্রবতী।
সভায় বক্তারা, তুরস্ক ও সিরিয়ায় এত বড় প্রাকৃতিক দূর্যোগ পরবর্তী সময়ে বিশে^র বিভিন্ন দেশকে জরুরীভাবে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান। আর নিহত নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শেষে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত নাগরিকদের আত্মার শান্তির কামনায় বিশেষ প্রার্থণা সভা পরিচালনা করেন শ্রী সঞ্জিব চক্রবর্তী।
০ টি মন্তব্য