আজ রবিবার, ১৬ই ভাদ্র ১৪৩২, ৩১শে আগস্ট ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ৫১তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার সকাল ১০টায় ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, এনডিসি মোঃ তৌফিক আজিজসহ অন্যরা।

জেলা শিক্ষা অফিস আয়োজিত প্রতিযোগিতায় জেলা সদরসহ জেলার বিভিন্ন উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ফুটবলসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ