আলীনগর ও বোয়ালিয়া ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধসহ সামাজিক সম্প্রীতি সমাবেশ
- ১৭ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৪৬:১২
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
বাল্যবিয়ে ও নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা এবং কোভিড -১৯ প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও সামাজিক সম্প্রীতি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে গোমস্তাপুর ইউনিয়নের আলীনগর ইউনিয়নের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার, আলীনগর কমিউনিটি ক্লিনিক এর হেলথ প্রোভাইডার সেরাজুল ইসলাম, আলীনগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বেগম, গোমস্তাপুর থানার এসআই আলমগীর হোসেন প্রমূখ।
অন্যদিকে একই দিন দুপুরে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, গোমস্তাপুর থানার এসআই শওকত আলম, সমাজ সেবক গোলাম মোহাম্মদ ফিটু, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী প্রমূখ। শংকর ভাই ছিলেন বোয়ালিয়া ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অলিউল ইসলাম ডালিম।
সমাবেশে প্রধান অতিথি দেবেন্দ্রনাথ উরাঁও বক্তব্যে বলেন,বাল্যবিয়ে দিয়ে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না, মাদককে না বলবেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখবেন। সন্তানদের খোঁজ রাখবেন, তারা যেন কোনো দুষ্টের পাল্লায় পড়ে বিপথে চলে না যায়। এছাড়াও তিনি সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনাসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
০ টি মন্তব্য