আজ শুক্রবার, ১২ই বৈশাখ ১৪৩১, ২৬শে এপ্রিল ২০২৪

প্রার্থিতা ফিরে পেতে জাসদ প্রার্থী মনিরের আপিল

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন জাসদ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনির। সোমবার বিকাল ৩টায় নির্বাচন কমিশনের কর্মকর্তা আশরাফ হোসেনের কাছে আপিলের কাগজপত্র দাখিল করেন তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের দপ্তর সম্পাদক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিশেষ সহকারী সাজ্জাদ হোসেন।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে এক ব্যক্তির ঋণের জামিনদার হওয়ায় এবং ওই ব্যক্তি ঋণ খেলাপি হওয়ায় জাসদ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিল হয়ে যায়। এসময় জেলা প্রশাসক ও এই নির্বাচনে রিটার্নিং অফিসার বাতিলের তিন দিনের মধ্যে আপিল করা যাবে বলে জানান। এরপর প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপিল আবেদন করেন মনিরুজ্জামান মনির। আগামী ১২ জানুয়ারি সকাল ১০ টায় শুনানির তারিখ নির্ধারণ হয়েছে বলে নিশ্চিত করেন প্রার্থী মনিরুজ্জামান মনির।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ