বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে স্থানীয়দের নিয়ে জেলা প্রশাসনের আলোচনা সভা
- ২২শে ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৩৩:১১
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
বাল্যবিয়ে ও নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা এবং কোভিড -১৯ প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার চকঘোড়াপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁয়ের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোয়ের আহাম্মদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি ও ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন অর রশিদ, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, চকঘোড়াপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ আলী, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী হালিমা খাতুন। সভা সঞ্চালনা করেন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।
০ টি মন্তব্য