আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক গালিভ খাঁন

মেহেদি হাসান

মুজিববর্ষে "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না"- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের  সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মান কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর  কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের  ৪র্থ পর্যায়ের  নির্মাণাধীন গৃহের উপকরণ ও কাজের মান সরেজমিন যাচাই করতে রোববার বিকেলে  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে নির্মানাধীন ৬১ টি ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় তিনি সরেজমিনে কাজের মান যাচাই করে সন্তোষ প্রকাশ করেন।   

পরিদর্শনকালে তিনি উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি,  গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

এ সময়  প্রকল্পের নির্ধারিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী ঘর নির্মিত হচ্ছে কিনা সেটা যাচাই করা হয়। জেলা প্রশাসক মহোদয় কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ে ঘরের কাজ শেষ করতে  নির্দেশনা প্রদান করেন। মতবিনিময়কালে স্থানীয় জনসাধারণ মাননীয় প্রধানমন্ত্রীর গৃহহীন দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, উপপরিচালক ;স্থানীয় সরকার (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোঃ আনিছুর রহমান,  চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ রওশন আলী, ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ