আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ শত্রুমুক্ত দিবস পালিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ শত্রুমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শহিদ স্মৃতি নাম ফলকে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনসহ অতিথিবৃন্দ।

পরে বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শদ্ধা নিবেদন করা হয়। শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ