আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ভ্যাক্সিনেশন কার্যক্রম' উদ্বোধন

মেহেদি হাসান

দেশে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষায় ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের ভ্যাক্সিনেশন কার্যক্রম' উদ্বোধন করা হয়েছে।  রোববার সকালে কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে 'স্কুল পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। 

মেয়র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে ও সিভিল সার্জন অফিসের সহযোগিতায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান, সিভিল সার্জন এস এম মাহমুদুর রহমান, এনডিসি মোঃ তৌফিক আজিজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শরীফ,প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতিমা জিনিয়া। 

জেলা প্রশাসক তার বক্তব্যে জানান, সরকার সারাদেশে ৫-১১ বছর বয়সি সব শিশুকে এই টিকা দেওয়া হবে। ভ্যাক্সিনেশন সূচকে বাংলাদেশ বিশ্বে ১২১টি দেশের মধ্যে ৫ম এবং দক্ষিণ এশিয়ায় শীর্ষে অবস্থান করছে।১১ আগস্ট পরীক্ষামূলক ভ্যাকসিন দেওয়া হলেও পুরোদমে ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে আজ থেকে।



মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ