আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ট্রাভেলস - 'ক্যাব মেগা মিট আপ-২০২২' অনুষ্ঠিত

মেহেদি হাসান

'গ্রামীণ ট্রাভেলস - 'ক্যাব মেগা মিট আপ-২০২২' শিরোনামে আজ ৯ অক্টোবর,২০২২ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদরে অনুষ্ঠিত হয়েছে  উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বহুল কাঙ্ক্ষিত ব্যবসায়িক সম্মেলন। সম্মেলনটি আয়োজন করে ফেসবুক ভিত্তিক নেটওয়ার্কিং গ্রুপ 'চাঁপাইনবাবগঞ্জ এসোসিয়েশন অব বিজনেস- ক্যাব'।

ক্যাবের এই আয়োজন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্কাই ভিউ ইনে বেলা ১১ টায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উক্ত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং ম্যাক্স হাসপাতালের চেয়্যারম্যান ডা. মো: গোলাম রাব্বানী। 

বিশেষ অতিথি  ছিলেন ডেলটা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডা. মাহফুজ রায়হান,  ল্যাব ওয়ান মেডিকেল সার্ভিসেস এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাঈনুল ইসলাম ডলার, আদর্শ গ্রুপের ডিরেক্টর আল মামুন, , মমতা হাসপাতালের ডাঃ ইফতেখার আলম মাসুম। এ সময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বিশ্বাস।

এছাড়াও বক্তব্য প্রদান করেন বসুন্ধরা ক্লিনিকের রজব রাজু, টং ঘরের কামরিন কিবরিয়া কেয়া , সাওবুনের রিজওয়ান কাদের, তাসনিম বুটিক্সের আনোয়ার হোসাইন, কেয়াজ মেকওভার এর কেয়া, বিয়ের আয়োজন ইভেন্ট ম্যানেজমেন্টের হাবিবুর রহমান এবং ক্যাবের পক্ষ থেকে ওহেদুন নবী। 

সকালে শতাধিক ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্মেলনে লাখপতি সেলার ক্যাটাগরীতে  পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা প্রদান সহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়। সকালের নাস্তা ও দুপুরের ভোজন পর্ব শেষে বিকাল ৩ টায় রুফটপে শুরু হয় পণ্যমেলা । এই পণ্যমেলায় ১৯ স্টলে বিভিন্ন উদ্যোক্তা ও ব্যবসায়ী তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেন। দেএইসব ব্যবসায়ীরা এতদিন ফেসবুকে প্রচারণা চালালেও এখন অফলাইনে পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুবিধা পেয়েছেন। মেলায় সব স্টলেই ছিল বিশেষ ছাড়। ক্রেতা ও দর্শনার্থীদের ভীড়ে জমজমাট পণ্যমেলা ভাঙ্গে সন্ধ্যায়।

গ্রামীণ টাভেলস নিবেদিত 'ক্যাব মেগা মিট আপ ২০২২' এর আহবায়ক  রেজওয়ানুল কাদের জানান, " আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ভার্চুয়াল জগত থেকে অফলাইনে এনে ব্যবসায়ীক নেটওয়ার্ক শক্তিশালী করার। সকলে উপকৃত হলে এই ধরনের উদ্যোগ ক্যাব ভবিষ্যতে আরও নেবে।" 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ