আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে  রোববার বার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা হয়। ‘ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ  মোকাবিলায়  উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে সভায় দিবসের আলোকে মুল প্রবন্ধ পাঠ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব  উল  ইসলাম। জেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক ডঃ পলাশ সরকার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজহার আলী প্রামানিক,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর,নবাব গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আকবর হোসেন, বরেন্দ্র কৃষি উদ্যোগের পরিচালক মুনজের আলম, রাজশাহী সিল্ক ইন্ডাস্ট্রির ওবায়দুল হক, ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রির ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।

সভায় বক্তারা, দেশে উৎপাদনশীলতা বাড়াতে সরকারের ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা রয়েছে। এর আওতায় প্রতি বছর গড়ে ৫ দশমিক ৬ শতাংশ হারে উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’

শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অরগানাইজেশন (এনপিও) দেশে উৎপাদনশীলতা বাড়াতে সহযোগিতা করার জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত দপ্তর। দিবসটি পালনে এনপিও নানা কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি ক্ষুদে বার্তার মাধ্যমে দেশবাসীকে উৎপাদনশীলতা সম্পর্কে বার্তা দেওয়া হবে। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ