আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে শুভ মহালয়া ও সার্বজনীন পূজা কমিটির ৮০বছর পূর্তি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে শুভ মহালয়া ও  সর্বজনীন দুর্গা পূজা কমিটির ৮০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হুয়েছে। 

রোববার  সকাল  ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুর বাড়ী মন্দির প্রাঙ্গন থেকে মঙ্গলশোভাটি যাত্রা বের হয়ে শহরের  প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। মঙ্গলশোভার শুরুতেই  মঙ্গল প্রদীপ  জ্বেলে এই দিনের কার্যক্রমের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী। এসম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ  পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার  সভাপতি ও সার্বজনীন পূজার কমিটির সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ  জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, বাংলাদেশ  পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ ব্রাহ্মণ সংসদের সদস্য সচিব শ্রী রানা প্রতাপ আচার্য। মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি বাবু অজুন দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিব সাহা,   হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ  পৌর কমিটির সভাপতি সঞ্জন ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ  পৌর কমিটিরসাধারণ সম্পদক সমিত চ্যাাটাজী, পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক অজিত দাস। এছাড়া উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ, বটতলাহাট জয়নগর শান্তি সংঘ, শাহনেয়ামতুল্লাহ কলেজের সনাতন শিক্ষার্থী পরিষদ ও বাংলাদেশ দলিত ও বি ত জনগোষ্ঠি অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ শেলা শাখার সদস্যরা অংশ নেয়।

মঙ্গল শোভাযাত্রায় ঢাক, ঢোল, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে হিন্দু ধর্মালম্বীরা অংশগ্রহণ করে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ