আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

এবার চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষা দিবে ১৯৮৫৪ শিক্ষার্থী

মেহেদি হাসান

১৫ই সেপ্টেম্বর ২০২২ হতে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি / দাখিল / এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এ পরীক্ষায় এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৮৫৪ জন। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট ২৯টি কেন্দ্রে এএসসি পরীক্ষার্থী ১৫ হাজার ০৩৯ জন, দাখিলে ৩ হাজার ০৬৫ জন ও এসএসসি / দাখিল ভোকেশনাল ১ হাজার ৭৫০ জন।

পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষে  জেলা প্রশাসনেরর পক্ষ থেকে    জেলার ৫ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্র সচিবগণকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সঠিকভাবে পরীক্ষার গ্রহণ করার জন্য আহ্বান জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

পরীক্ষা কেন্দ্রের আশপাশে কোনোভাবেই যাতে শৃঙ্খলা ভঙ্গ না হয় এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে সজাগ থাকতে এবং পরীক্ষায় কোনোভাবেই যাতে পরীক্ষার্থীরা অসুদোপায় অবলম্বন করতে না পারে সেদিকে লক্ষ রাখতে কেন্দ্র সচিব ও পরীক্ষায় ডিউটিরত শিক্ষকগণকে বলা হয় বলে  জানান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আনিছুর রহমান। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ