আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

গোবরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন অতিরিক্ত জেলা প্রশাসকের-নেইলকার্টার বিতরণ

মেহেদি হাসান

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  আনিছুর রহমান বুধবার (১৪ সেপ্টেম্বর) সদর উপজেলার গোবরাতলা  সরকারি প্রাথমিক  বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সঙ্গে বাল্যবিয়ে ও করোনা ভাইরাস প্রতিরোধ, শিক্ষার্থীদের বিশুদ্ধ পানিপানসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের অসুবিধা আছে কিনা, শ্রেণিকক্ষে পাঠদানের মান, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের জন্য নেইলকার্টার প্রদানসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আনিছুর রহমান  জানান, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন স্যারের নির্দেশনায় আমি এই বিদ্যালয় পরিদর্শনে এসেছি । স্যার নিয়মিত জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য পরিদর্শনের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। সেই সাথে শিক্ষার্থীদের বাল্যবিবাহ, করোনাভাইরাস প্রতিরোধ, বিশুদ্ধ পানি পান করার বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

গোবরাতলা সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  স্যার বিদ্যালয় পরিদর্শনে এসে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সঙ্গে বাল্যবিয়ে ও করোনা ভাইরাস প্রতিরোধ, শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পান সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি  জেলা প্রশাসককে ধন্যবাদ জানান । 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ