চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শোক দিবস পালিত
- ১৫ই আগস্ট ২০২২ সন্ধ্যা ০৭:২৮:০৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল ৮টায় আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনিসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. সৈয়দ সরফরাজ হামিদ, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি, আধাসরকারি স্বায়ত্বশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন এনজিও, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ। বেলা ১২টায় মুক্তিযোদ্ধারেদ নিয়ে আলোচনা ও দোয়া অুনষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। জাতীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসন অন্যান্য কর্মসূচিও পালন করে।
আওয়ামী লীগ:
জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি ও পৌর মেয়র মোখলেসুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ। পরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
০ টি মন্তব্য