ডা.গোলাম রাব্বানীর জন্মদিনে দরিদ্র মানুষকে সহায়তা ও প্রতিবন্ধী স্কুলে খাবার বিতরণ
- ১৩ই আগস্ট ২০২২ সন্ধ্যা ০৬:৫৬:৪২
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানীর জন্মদিনে সড়ক দুর্ঘটনায় পঙ্গুকে হুইল চেয়ার প্রদান, শাহনেয়ামতুল্লাহ কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, একজন ক্যান্সার রোগী ও অসচ্ছল চা দোকানীকে আর্থিক সহায়তা ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে দুপুরে খাবার আয়োজন করেন ডা. গোলাম রাব্বানী।
শনিবার সকাল ১০টায় শহরের শাহীবাগের নিজ বাসভবনে দুর্ঘটনায় পঙ্গু, মেধাবী শিক্ষার্থী ও অসচ্ছল চা দোকানী কে মুদি সামগ্রী, হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ করেন ডা. গোলাম রাব্বানী, তার সহধর্মিনী ওয়েল ফেয়ার ক্লাবের সভাপতি সেলিনা বিশ্বাস ও তার সন্তান ফাহাদ রাব্বানী।
ডা. রাব্বানী জানান, প্রতিবছরের মতো নিজ জন্মদিনে (১৩ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে এবং শহীদদের প্রতি উৎসর্গ করে জেলা সদরের বিভিন্ন এলাকার অসচ্ছল মানুষের মধ্যে হুইলচেয়ার, মুদি সামগ্রী ও মেধাবী শিক্ষার্থীর লেখাপড়ার খরচ হিসাবে নগদ অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। আগামীতেও তিনি অসচ্ছল মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে জানান।
০ টি মন্তব্য