আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেদি হাসান

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকাল ৪টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মিলায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। 

‘আন্তঃপ্রজন্ম সংহতি-সকলের জন্য বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যুবসমাজ দেশের চালিকাশক্তি, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে যুবসমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হসিনা প্রতিটি জেলায় যুব ভবন নির্মাণ করে দিয়েছেন; যা যুবসমাজকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে। উপস্থিত যুবকদের উদ্দেশ্যে তিনি সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার,  নারী উদ্যোক্তা আকসানা খাতুন, জেলা যুব উন্নয়নের ডেপুটি কো-অর্ডিনেটর সিরাজুল ইসলামসহ অন্যরা। 

আলোচনা সভা শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচজন কর্মকর্তাকে ২০২১-২২ মেয়াদে শুদ্ধাচার পুরস্কার ও যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের ৮০ জনকে প্রশিক্ষণের সনদ প্রদান করা হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ