আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯শে মে ২০২৪

জাতীয় শোক দিবসকে ঘিরে দুই সহস্রাধিক কোরআন খতম কর্মসূচির উদ্বোধন

মেহেদি হাসান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫’র ১৫ আগস্ট তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। জাতীয় শোক দিবসকে ঘিরে অন্যান্য কর্মসূচির পাশপাশি এবার জেলাব্যাপী  দুই সহস্রাধিক কোরআন খতমের আয়োজন করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) বেলা ১১টায় সার্কিট হাউসের সভা কক্ষে সপ্তাহব্যাপী কোরআন খতম কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। 

উদ্বোধন অনুষ্ঠানে সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল ওদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটো, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক, পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরু, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শহিদদের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠানে দোয়া করা হয়। প্রথম দিন শিশুসহ প্রায় ১শজন কোরআন পাঠে অংশ নেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ