চাঁপাইনবাবগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সদর উপজেলা প্রশাসন
- ২রা আগস্ট ২০২২ রাত ০৮:১১:৩৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
আগামী ডিসেম্বরের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে ‘ক’ শ্রেণীভুক্ত ভমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্য নিয়ে কাজ করছে সদর উপজেলা প্রশাসন। ইতোমধে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কয়েকদফায় ৭০৯টি ‘ক’ শ্রেণীভুক্ত পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। নতুন করে আরো ১৭৮টি পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। তাদেরকে আগামী ডিসেম্বরে মধ্যে জমিসহ ঘর নির্মাণ করে দেয়ার পরিকল্পনা আছে। এরমধ্যে ১৮টির পরিবারের জন্য ইতোমধ্যেই চাহিদা পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা যাবে। মঙ্গলবার ( ২ আগস্ট) বেলা ১২টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অুনষ্ঠিত সভায় বিভিন্ন তথ্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান জানান। সভায় চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বিটিভির জেলা প্রতিনিধি এমরান ফারুক মাসুম, সিটি প্রেস ক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, ডাবলু কুমার ঘোষ, এটিএন বাংলার প্রতিনিধি নাসিম মাহমুদ, ৭১ টিভির প্রতিনিধি এ কে এস রোকন, স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ চৌধুরীসহ অন্যান্যরা।
০ টি মন্তব্য