আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯শে মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন দাবিতে হোটেল শ্রমিকদের মানববন্ধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় শ্রম আইন অনুযায়ী দৈনিক ৮ ঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়ন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের সেন্টু মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রেজাউল করিম।

মানববন্ধনে বক্তব্য দেনÑ সংগঠনটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সবুজ, কার্যকরী সভাপতি মো. ইব্রাহীম দয়াল, সাবেক সাধারণ সম্পাদক মো. খুরশেদ আলম, সদস্য বাবলুসহ অন্যরা।

মানববন্ধনে শ্রমিক নেতারা দেশের আইন অনুযায়ী দৈনিক ৮ ঘণ্টা সময় নির্ধারণ, মজুরি বৃদ্ধি, পরিচয়পত্র প্রদান, ছুটি এবং নারীদের মাতৃকালীন ছুটির দাবি জানান।

পরে হোটেল শ্রমিকরা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ