আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯শে মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ফজলী আমের জি.আই সনদ প্রাপ্তিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময়

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে  ফজলী আমের জি.আই সনদ প্রাপ্তি, আম সম্পদের উন্নয়ন ও সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে । মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. এরফান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোশিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিক, সাধারন সম্পাদক ও উদ্যোক্তা মুনজের আলম, গবেষক জাহাঙ্গীর সেলিম , এ্যাড. আবু হাসিব, আম চাষী সহ অন্যরা। 

সভায়  জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী, চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোশিয়েশনের সদস্যগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। সভায় জেলা আম সম্পদকে রক্ষায় করনীয় বিষয়ে আলোচনা হয়। সেসাথে ভৌগোলিক নির্দেশক পন্য বা জিআই হিসেবে ক্ষিরসাপাত ও ফজলির পর আশ্বিনা ও ল্যাংড়া আমের দ্রুত স্বীকৃতি চাই আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জবাসী। সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই দাবি তোলা হয়।এ সময় ফজলি আম জি আই সনদ পাওয়ায় কৃষি এ্যাসোসিয়েশন সহ এ আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সকল কে ধন্যবাদ জানানো হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ