তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ১৩০ পরিবার- জেলায় পেল ৪৫৮৯টি ঘর
- ১৮ই জুলাই ২০২২ সন্ধ্যা ০৭:৪৫:১২
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে গৃহহীনদের ঘর উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ঘর উপহার পাচ্ছে গৃহহীন আরও ১৩০টি পরিবার। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে ভার্চুয়াল অনুষ্ঠানে এসব ঘর হস্তান্তরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের রাজস্ব শাখা হতে জানা গেছে , জেলায় প্রথম দফায় ১ হাজার ৩১৯টি পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর হস্তান্তর করা হয়। দ্বিতীয় পর্যায়ে ২ হাজার ৬১৯ পরিবার, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৫২১ এবং দ্বিতীয় ধাপে ১৩০মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ৪ হাজার ৫৮৯টি গৃহহীন পরিবার পাচ্ছে । তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২১ জুলাই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব পরিবারের কাছে ঘর হস্তান্তরের প্রক্রিয়া উদ্বোধন করবেন। এরপরই গৃহহীন পরিবারের কাছে বাড়ির চাবি ও জমির দলিল বুঝিয়ে দিবেন জেলা প্রশাসক।
তৃতীয় পর্যায়ের দ্বিীয় ধাপে ১৩০টি পরিবারের মধ্যে সদর উপজেলায় ৪১টি, শিবগঞ্জে ৭৬টি, গোমস্তাপুরে ১৩টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর এই উপহার।
০ টি মন্তব্য