আজ মঙ্গলবার, ২৩শে বৈশাখ ১৪৩১, ৭ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে তৃণমুল পর্যায়ে নারীর ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ উদ্বোধন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে তৃণমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ জুলাই) বিকেলে জাতীয় মহিলা সংস্থা,চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ে প্রকল্পের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা,চাঁপাইনবাবগঞ্জের চেয়ারপার্সন এড. ইয়াসমিন সুলতানা রুমা।

বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন, নামোশংকরবাটি কলেজ অধ্যক্ষ আব্দুল জলিল,প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, মহিলা সংস্থার সদস্য তাসমিমা আনোয়ার কলি,ভারপ্রাপ্ত কর্মকর্তা জোহরা খাতুন, প্রকল্পের পরিচালনা কমিটির সদস্য মৎস্য কর্মকর্তা মাসুদ পারভেজ প্রমুখ।

একই অনুষ্ঠানে মহিলা সংস্থার দর্জি ট্রেডের  নতুন ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে মহিলা সংস্থা নপরিচালিত সকল ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ