চাঁঁপাইনবাবগঞ্জে বিআরটিএ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ২০শে জুন ২০২২ সন্ধ্যা ০৭:১৪:০৬
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
"গতিসীমা মেনে চলি সড়ক দূর্ঘটনা রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে পেশাজীবী গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন সকাল) ১০ টার দিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শাহ্- নেয়ামতুল্লাহ কলেজের অ্যাডভোকেট সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিআরটিএ সহকারী পরিচালক শাহজামান হকের সভাপতিত্বে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট দেবেন্দ্র নাথ উরাঁও, শাহ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলম, সদর ট্রাফিক ইন্সপেক্টর আনিসুজ্জামান, বিআরটিএ সহকারী মোটরযান পরিদর্শক আবু হুজাইফা,
অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট দেবেন্দ্রনাথ উরাঁও তার বক্তব্যে বলেন, সচেতনভাবে গাড়ি চালালে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। কারণ একজন মানুষ দুর্ঘটনার কবলিত হলে তার পরিবারের জীবন যাপন কষ্ট হয়ে দাঁড়ায়। তাই সকলকে সচেতন হয়ে গাড়ি চালাতে হবে। এছাড়াও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক সকল নিয়ম মেনে চলে গাড়ি চালানো আহবান জানান।
প্রশিক্ষণে নিরাপদ সড়কের গুরুত্ব এবং সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার সম্পর্কে ধারণা। সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ এবং শাস্তিমূলক ব্যবস্থা। ভারি যানবাহন চালকদের পরিস্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যঝুঁকির প্রাথমিক চিকিৎসা বিষয়ক ড্রাইভিং লাইসেন্স সড়কের পারকিং ধারণাসহ ৯৯ জনকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
০ টি মন্তব্য