চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক সমাবেশ ও জেলা সম্মেলন অনুষ্ঠিত
- ১১ই জুন ২০২২ বিকাল ০৫:৩৫:০৬
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে হোমিও প্যাথিক চিকিৎসক সমাবেশ ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে ডি.এইচ.এম.এস. ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সমাবেশ ও সম্মেলনের আয়োজন করা হয়।
ডা. প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। উদ্বোধন করেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্টার কাম সেক্রেটারী ডা. জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক হিসেবে ছিলেন, ডি.এইচ.এম.এস. ডক্টরস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. শেখ মোহাম্মদ ইফতেখার উদ্দিন, স্বাগত বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব ডা. মো. ফারুক আহমদ মজুমদার। এছাড়াও বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার।
ধন্যবাদ জ্ঞাপন করেন, ডি.এইচ.এম.এস. ডক্টরস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ডা. এ.কে.এম. মোস্তাফিজুর রহমান। সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওদুদসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে হোমিওপ্যাথির উন্নয়ন, প্রচার, প্রসার, শিক্ষক, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন এবং যোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসক সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা জানান, বর্মতানে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসার ঘটছে। মানুষ এর সুফলও পাচ্ছে।
০ টি মন্তব্য