রাজশাহী মেডিকেলে চান্স পেয়েছেন চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাকসুদা খাতুন
- ৬ই এপ্রিল ২০২২ সন্ধ্যা ০৬:১১:২৩
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
মাকসুদা খাতুন সাধারণ পরিবারের সন্তান। বাবা পেশায় একসময় অটো চালাতেন এখন স্থানীয় বেসরকারি একটি এনজিওতে মাঠ কর্মী হিসেবে কাজ করেন। সেই পরিবারের সবার মুখ উজ্জ্বল করেছেন তিনি। ছোটবেলা থেকে মাকসুদার মেডিকেলে পড়ার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে।
নিজের চেষ্টায় শিক্ষক ও পরিবারের সদস্যদের অনুপ্রেরণায় অদম্য মেধাবী এ শিক্ষার্থী নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। কোন বাঁধাই যেন দমিয়ে রাখতে পারেনি মাকসুদা খাতুনের শিক্ষা জীবনের পথ চলাকে।
অদম্য সেই মাকসুদা এবার মেডিকেলে চান্স পেয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মাকসুকা চাঁপাইনবাবগঞ্জ জেলার চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থী ও ২০২১ ব্যাচের রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জানান, মাকসুদা খাতুন ছোট থেকেই অত্যন্ত মেধাবী আমাদের বিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি সব বিষয়ে ভালো রেজাল্ট করে গেছেন । আমরা তার উপর খুবই আশাবাদী ছিলাম যে ভবিষ্যতে ভাল কিছু করবে। আমরা তার মেডিকেলে চান্স পাওয়া আনন্দের খবর পাওয়া মাত্রই তাকে বিদ্যালয় থেকে সংবর্ধনা প্রদান করেছি । আমরা মাকসুদা খাতুন এর যেকোন সময় যেকোন বিষয়ে আমরা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব।
০ টি মন্তব্য