চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দু’ব্যাক্তির যাবজ্জীবন কারাদন্ড
- ৩১শে মার্চ ২০২২ সন্ধ্যা ০৭:৪৫:৪৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় মোসলেহুদ্দীন (৫১) ও আব্দুস সামাদ (৬১) নামের দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড,দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিনমাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩ মার্চ) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। মোসলেহুদ্দীন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সহড়াগাছি গ্রামের আলতাব হোসেনের ছেলে ও সামাদ একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ২৬ মার্চ গোয়েন্দা পুলিশের অভিযানে ঝিলিম আমনুরা টংপাড়া এলাকা থেকে হেরোইনসহ আটক হন মোসলেহুদ্দীন ও সামাদ। এ ঘটনায় ওইদিন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) উপরিদর্শক ওসমান গণি ২০১৬ সালের ৩০ এপ্রিল আদালতে ওই দু’জনকেই অভিযুক্ত করে অভিযোগপত্র প্রদান করেন।
০ টি মন্তব্য