চাঁপাইনবাবগঞ্জে ম্যাক্স হসপিটালের পথচলার প্রথম বর্ষপূর্তি উদযাপন
- ৩০শে মার্চ ২০২২ সন্ধ্যা ০৬:৪৮:০০
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
"সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা" এ লক্ষ্য নিয়ে ম্যাক্স হসপিটালের পথচলার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। জেলা শহরের সদর হাসপাতাল রোডে বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ দুপুর ১২ টায় হাসপাতালের টপ ফ্লোরে স্থানীয় সাংবাদিক, চিকিৎসক, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় সুধী বৃন্দদের নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
হাসপাতালটির চেয়ারম্যান ও জেলা স্বাচিপ এর সভাপতি ডাঃ গোলাম রাব্বানী স্বাগত জানিয়ে আগত অতিথিদের হাসপাতালের চিকিৎসা সেবার বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরে বলেন, আমরা হাসপাতালে আগত সকল রোগীদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চাই। কেউ বিনা চিকিৎসায় যেন ফেরত না যায় সে বিষয়ে ম্যাক্স হসপিটাল বদ্ধ পরিকর।
ইতিমধ্যে আমরা আধুনিক সব যন্ত্রপাতি দ্বারা ডায়ালাইসিস, শিশুদের জন্য মানসম্মত ওর্য়াড সহ সব ধরনের চিকিৎসা সুবিধার ব্যাবস্থা রেখেছি, এছাড়া হসপিটাল কতৃপক্ষ দুস্থ মানুষের জন্যও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিষ্ঠান টির সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন,ডাঃ ওমর ফারুক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক তসলিম উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল আলম, ম্যাক্স হসপিটালের এম,ডি ডাঃ ইসমাইল, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ নাহিদ ইসলাম মুন, পরিচালক ডা. মাহফুজ রায়হান, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দ,ফাবিয়া জেলা শাখার সভাপতি নাসিরুল ইসলাম সহ অন্যান্যরা।
বর্ষপূর্তির অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আধুনিক সদর হাসপাতালের সিনিয়র সার্জারী বিশেষজ্ঞ ডা. নাদিস সরকার, ডা. আল-মামুন, ডা. আমেনা খাতুন শিউলি, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাহবুব আলম,সম্পাদক সাংবাদিক শহিদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
০ টি মন্তব্য