আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

স্ট্যান্ডার্ড চার্টার্ড - চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড পেলেন চাঁপাইনবাবগঞ্জের আকবর হোসেন

মেহেদি হাসান

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই 'এগ্রো অ্যাওয়ার্ড ২০২২' নির্বাচিতদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়েছে রোববার (২৭ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে সন্ধ্যায় সপ্তমবারের মতো এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সেরা পুরুষ কৃষক হিসেবে অ্যাওয়ার্ড পান চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নবাব গ্রুপ ও  আইপিআরএস প্রকল্পের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকবর হোসেন। 

উক্ত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, চ্যানেল আই এর ব্যবস্থাপক ফরিদুর রেজা সাগর ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়,চ্যানেল আই এর বার্তা সম্পাদক ও কৃষি ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষের পরিচালক সাইখ সিরাজ। 

আকবর হোসেন বাংলাদেশে প্রথম চায়নার প্রযুক্তিগত সহযোগিতায় ৬০ বিঘা আয়তনের জলাশয়ে মৎস্য চাষের সর্বাধুনিক আইপিআর এস ( ইন পন্ট রেসওয়ে সিস্টেম এগ্রিকালচার) চাষ পদ্ধতি  শুরু করে । 

এ ধরনের আইপিআরএস প্রকল্প ভারতে তিনটি এবং পাকিস্থানে চারটি রয়েছে। তবে বাংলাদেশের প্রথম চাঁপাইনবাবগঞ্জ জেলায় নবাব মৎস্য খামার আয়তনে সর্ববৃহৎ। চায়না থেকে টেকনোলজি ট্যান্সফার এর মাধ্যমে আমদদানিকৃত আকবর হোসেনের এ আইপিআরএস এগ্রিকালচার বাংলাদেশের মৎস্য চাষের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা ।এছাড়াও প্রতিটি পুকুরের চারি সাইডে ভিয়েতনাম থেকে আনা ভিয়েতনামি প্রায় ১২০০টি ডাবের গাছ, পেঁপে গাছ রয়েছে। এসব ভিয়েতনামের ডাব গাছ ও উত্তর অঞ্চল তথা দেশের প্রথম লাগানো হয়।

অ্যাওয়ার্ড পেয়ে আকবর হোসেন জানান, মৎস্য চাষে অবদানের স্বীকৃতিস্বরূপ আমাকে স্ট্যান্ডার্ড চাটার্ড চ্যানেল আই সপ্তম অ্যাওয়ার্ড দেয়া হয়েছে । এ প্রাপ্তি আমাকে মৎস্য চাষে অব্যাহত সাফল্য আরও বেগবান করবে আমি মনে করি ।  

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ