চাঁপাইনবাবগঞ্জে রেল দুর্ঘটনায় নিহত দুই পরিবারকে ৪০ হাজার টাকার চেক প্রদান
- ২৭শে মার্চ ২০২২ রাত ০৯:২১:০৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর হাজীর মোড়ে রেল দুর্ঘটনায় নিহত ফুলচানের স্ত্রী সুফিয়া বেগম কে ও শেহের আলীর স্ত্রী মাজেদা বেগমের হাতে বিশ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকার চেক প্রদান করেন পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান।
২৭ মার্চ রোববার বিকেল সাড়ে ৫ টায় মেয়র এর কার্যালয়ে চেক প্রদান করা হয়েছে। পৌরসভার মেয়র চেক প্রদান কালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন এবং আগামীতে ও তাদের পাশে থাকার আশা ব্যাক্ত করেন।
গরীব দুঃখী মেহনতী মানুষের নেতা মেয়র মোখলেসুর রহমান জানান পূর্বেও অসহায় ক্ষুদ্রার্থ মানুষের পাশে ছিলাম আজ ও আছি আগামীতেও মানুষের পাশে থেকে পৌরসভার সেবক হিসাবে কাজ করে যাবো।
ক্ষতিগ্রস্ত পরিবারগণ মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তারা বিশ হাজার টাকার চেক হাতে নিয়ে আবেগে আপ্লুত হয়ে যান।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ মোঃ সালহে উদ্দীন,প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ্র।
উল্লেখ্য গত ২৪ জানুয়ারী রাজশাহী গামী ট্রেন ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলীনগর হাজির মোড়ে এ দূর্ঘটনা ঘটেছিলো।
০ টি মন্তব্য