আজ রবিবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩১, ২৪শে নভেম্বর ২০২৪

শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন ৫ শিল্পী-সংগঠন

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২১’ প্রদান করা হয়েছে। জেলার পাঁচ শিল্পী ও সংগঠন এ সম্মাননা পেয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মাননাপ্রাপ্ত চার গুণীজন হলেন- লোক সংস্কৃতিতে বিরেন্দ্র নাথ সরকার, কণ্ঠসংগীতে আলাউদ্দিন, নাট্যকলায় ইউসুফ আলী ও যন্ত্রশিল্প দোতরায় তোহরুল ইসলাম। এছাড়া সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে চাঁপাই গম্ভীরা দল সম্মাননা পেয়েছে।

সম্মাননাপ্রাপ্তদের উত্তরীয় পরানোর পাশাপাশি প্রত্যেকের হাতে মেডেল ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকার করে চেক দেয়া হয়।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহমেদ মাহবুব-উল-ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন বেগম। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল। জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য সহকারী অধ্যাপক গোলাম ফারুক মিথুন অনুষ্ঠান সঞ্চালনা করেন

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ