চাঁপাইনবাবগঞ্জে পণ্য মজুতের দায়ে শিবগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা
- ২৫শে মার্চ ২০২২ রাত ০২:২২:১৬
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার কানসাটের গোপালনগর বাজারে খাইরুল ইসলামের দোকানে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। বিষয়টি জেলা কৃষি বিপণন কর্মকর্তা নুরুল ইসলাম নিশ্চিত করেছেন।
কৃষি বিপণন কর্মকর্তা নুরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানসাটের গোপালনগর বাজারে শিবগঞ্জের ভূমি কর্মকর্তা আরিফা সুলতানার নেতৃত্বে খাইরুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার গোডাউনে ৬০০ বস্তা চাল, ২৬২ বস্তা চিনি, ৮০ বস্তা ডাল, ৯০ বস্তা আটা, ২ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল মজুতের অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরো বলেন, অভিযুক্ত খাইরুলের মজুত করা পণ্যগুলো তিন দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেয়া হয়। আর যদি এ সময়ের মধ্যে বাজারজাত করতে অপারগতা প্রকাশ করেন তাহলে তাকে আগামীতে কঠোর শাস্তি দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।
০ টি মন্তব্য